বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চেক বিতরণ
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চেক বিতরণ করেছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট।
চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত ৭১জন শিক্ষক-কর্মচারীকে কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ এক কোটি ৬ লাখ ৯৬ হাজার ৯৪ টাকা প্রদান করা হয়। পরে ট্রাষ্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ আবু তাহেরসহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও শিক্ষকদের কল্যাণে উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সবাইকে এক যোগে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।