ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

প্রেমিক চকলেট লুকায় লকারে জানালেন বান্ধবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

লোভনীয় জিনিস চকলেট ভালোবাসেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। অন্যকে যাতে শেয়ার করতে না হয় এ জন্য লুকিয়েও খেয়ে থাকেন অনেকে। কিন্তু বান্ধবী থেকে আড়াল করবেন, এমনটা হয়তো অনেকেই শোনেননি। তা আবার লকার দিয়ে! এমনই একটি ঘটনা  ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বান্ধবী।

সম্প্রতি স্টেসি লোয়ে নামে এক মহিলা তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি ফ্রিজের মধ্যেই আলাদা করে লকারের মতো একটি ব্যবস্থা রয়েছে। সেখানে সংখ্যা দিয়ে লকের ব্যবস্থা রয়েছে তাও দেখা যাচ্ছে।

স্টেসি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, লকারটি তার পার্টনার ডেভ উইলিয়ামের। ডেভের সঙ্গেই থাকেন স্টেসি। তারা একসঙ্গে বাড়ি কিনেছেন, একটি সন্তানও রয়েছে। ভবিষ্যতে তারা বিয়ে করার পরিকল্পনাও করছেন। কিন্তু তাও ডেভ চকলেট ভাগ করে নিতে রাজি নন। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে এটা যথেষ্ট কারণ কি না, সে প্রশ্নও তুলেছেন স্টেসি।

স্টেসি গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এরই মধ্যে ১৩ সেপ্টেম্বরের এই ফেসবুক পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুটি ছবিতে মোট কমেন্টই পড়েছে প্রায় ৬০০, সেই সঙ্গে সমানে চলছে লাইক ও শেয়ার।

এএইচ/