নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য ৫ রাজনৈতিক দলকে ডেকেছেন রাষ্ট্রপতি
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:১৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিসহ ৫ রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা হবে। এদিকে সংলাপের এ আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
আগামী ফেব্র“ুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন যে নির্বাচন কমিশন দায়িত্ব নেবেন, তার অধীনেই ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে রাষ্ট্রপতির সংলাপ। ২০ ডিসেম্বর আলোচনা হবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।
২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।
পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে বলেও জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন।
এদিকে রাষ্ট্রপতির এ সংলাপের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। গেলো নভেম্বরে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব আলোচনায় তুলে ধরা হবে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।