ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

স্প্যানিস লা লিগায় জয় পেয়েছে ভিয়ারিয়াল। অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠ ক্যাম্প এল মাদ্রিগালে শুরু থেকেই অ্যাটলেটিকোর উপর চড়াও হয় ভিয়ারিয়াল। ২৮ মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন ট্রিগুয়েরোস। এর ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সান্তোস। ২-০ তে আগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। অতিরিক্ত সময়ে সোরিয়ানো দর্শনীয় গোল করলে ৩-০ গোলের জয় পায় ভিয়ারিয়াল।