ব্যালেন ডি অর জিতলেন রোনালদো
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুটবলের মর্যাদার পুরষ্কার ব্যালেন ডি অর জিতলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোই। এ নিয়ে চারবার এই ট্রফি জিতলেন তিনি।
বেশ আগে থেকেই ফ্রান্সের সংবাদ মাধ্যমে সম্ভাব্য বিজয়ী হিসেবে রোনালদোর নাম আসছিল। আর ব্যালেন ডি অর হাতে রোনালদোর ছবি ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রচ্ছদে আসছে এমন আগাম খবরও ছিল। ব্যালেন ডি অর রোনালদোরই পাচ্ছেন এমন সংবাদ প্রকাশ করে স্পেন এবং ইংল্যান্ডের বেশ কিছু সংবাদ মাধ্যমও। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
এ বছর এখন পর্যন্ত দেশ ও ক্লাবের হয়ে ৫৫টি ম্যাচ খেলে ৫১টি গোল করেছেন রোনালদো আর গোল করিয়েছেন ১৭টি। দেশের হয়ে ইউরো আর ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এ তারকা। ট্রফি জয়ের পর সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২০০৮ সালে প্রথম ব্যালেনডি অর জেতেন রোনালদো। এরপর ২০১৩ ও ২০১৪ সালে জেতেন এ ট্রফি। মাঝে এক বছর বিরতি দিয়ে এ বছর আবারো ব্যালেন ডি অর জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো।