ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

রপ্তানি প্রণোদনা পাবে ৩৭ পণ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে ৩৭ পণ্যে প্রণোদনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ২০১৯-২০ অর্থবছরে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাবেন রপ্তানিকারকরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সকল অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়।

পাট, ফার্মাসিউটিক্যালস উপাদান, কৃষিপণ্য (শাকসবজি/ফলমুল), মাংশ রপ্তানি, আলু, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ড, আগর ও আতর রপ্তানিতে সবচেয়ে বেশি প্রণোদনা রাখা হয়েছে।

এসব পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া হাল্কা প্রকৌশল পণ্য, চামড়াজাত দ্রব্যাদি, আসবাবপত্র রপ্তানি, সিনথেটিক ও ফেব্রিকস এর মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

আরকে/