ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

গাজীপুরে আগুনে পুড়ে গেছে কয়েকটি জুট কাপড়ের গুদামসহ ১২টি বসতঘর

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি জুট কাপড়ের গুদামসহ ১২টি বসতঘর। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টার দিকে টঙ্গীর ব্যাংক বস্তির মাঠে প্রথমে একটি জুটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আরো কয়েকটি গোডাউন ও বস্তি ঘরে। খবর পেয়ে টঙ্গী ও রাজধানীর উত্তরার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারন তাক্ষণিকভাবে জানা যায়নি।