ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিস্ময়কর শিশুর জন্ম দিয়েছেন এক নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

প্রতিনিয়তই বিশ্বে ঘটছে নানা বিস্ময়কর ঘটনা। তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন ভারতের রাজস্থানের এক নারী।

সম্প্রতি রাজস্থানের একটি সরকারি হাসপাতালে ওই নারী ৪টি পা ও ৩টি হাত বিশিষ্ট এক শিশুর জন্ম দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

চিকিৎসকরা জানায়, জন্ম নেয়া ওই শিশুটি সম্ভবত দুটি ভ্রণের একত্র রূপ। এর ফলে মায়ের গর্ভে দুইটি আলাদা শিশুর দেহ একত্রিত হয়ে যায়।

এদিকে হাসপাতালের চিকিৎসক রোহিতেশ মিনা বলেন, ‘সদ্যজাত শিশুটির অপারেশন করা হবে। এতে শিশুটির অতিরিক্ত পা ও হাত কেটে ফেলা হবে।’

এসএ/