ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

আশুলিয়ায় গাড়ি চাপায় এক নারী নিহত

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ঢাকার আশুলিয়ায় গাড়ি চাপায় শিল্পী খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। বৃষ্টি থেকে বাঁচতে থেমে থাকা গাড়ির নিচে আশ্রয় নিয়ে এ নারী শ্রমিক চাকায় পিষ্ট হয়ে মারা যান। রোববার রাতের আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন শিল্পী খাতুন। এ সময় বৃষ্টি শুরু হলে থেমে থাকা কার্ভাড ভ্যানের নীচে আশ্রয় নেন নিহত শিল্পীসহ তার সহকর্মীরা। বৃষ্টি কিছুটা থামলে অন্যরা চলে গেলেও বাসা দূরে হওয়ায় শিল্পী কার্ভাড ভ্যানের নিচেই অপেক্ষা করছিলেন। চালক বিষয়টি লক্ষ্য না করে ভ্যান চালালে চাকায় পিষ্ট হয়ে শিল্পী খাতুন নিহত হন।

এ ঘটনায় কার্ভাড ভ্যানসহ চালককে অটক করেছে স্থানীয় থানা পুলিশ। আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) বদরুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এমএস/