আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজে হামলা
প্রকাশিত : ০১:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজের ডা. মিলন হলে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে মেডিকেল কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতা ফারহান ও উত্তমের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হলে প্রবেশ করে। এ’সময় তারা ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি রাকিব ও ছাত্রলীগ নেতা রাসেলকে কুপিয়ে জখম করে। ভাংচুর ও লুটপাট চালানো হয় কয়েকটি কক্ষে। খবর পেয়ে পুলিশ ও কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তল্লাসি চালিয়ে দেশিয় অস্ত্র জব্দ করে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে।