ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

জহির রায়হান নিখোঁজ হননি, বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে শহীদ হন

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

জহির রায়হান নিখোঁজ হননি, বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে শহীদ হন। গণমাধ্যমের অনুসন্ধানেই বেরিয়ে আসে জহির রায়হানের হত্যা রহস্য। রাজধানীর মিরপুরে সেদিন জহির রায়হানসহ পুলিশ ও সেনা বাহিনীর শতাধিক সদস্যও শহীদ হন। স্বাধীনতার ৪৫ বছরেও সেখানে গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ। যাদের রক্তের বিনিময়ে এ’দেশ আজ স্বাধীন, তাদের শেষ স্মৃতি চিহ্নও নেই এদেশের মাটিতে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যা আড়াল করতে, বিশ্বজুড়ে প্রচার চালানো হচ্ছিল- বাংলাদেশে যা ঘটছে তা গৃহযুদ্ধ। সত্যিকার অর্থে বাংলাদেশে কি ঘটছে তা বিশ্ববাসীকে জানাতে জহির রায়হান তৈরী করেন প্রামান্য চিত্র- স্টপ জেনোসাইড। স্তম্ভিত হয়ে যায় বিশ্ব বিবেক, মুক্তিযুদ্ধের পক্ষে গড়ে ওঠে প্রবল জনমত। অথচ স্বাধীন দেশে বড়ভাই শহিদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তখনও অবরুদ্ধ মিরপুরে শহীদ হন জহির রায়হান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানের এমন তথ্যে দ্বিমত নেই জহির রায়হান পরিবারের সদস্যদের। বাবা’র শেষ স্মৃতি চিহ্ন না থাকায় একরকম অভিমান, বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েন অনল রায়হান। মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুরে জহির রায়হানসহ পুলিশ ও সেনা বাহিনীর শতাধিক সদস্য শহীদ হওয়ার ঘটনাটি জায়গা পায়নি মুক্তিযুদ্ধের সংরক্ষিত ইতিহাসে। নেই কোনো স্মৃতি চিহ্নও।