কারখানার নিরাপত্তার স্বার্থে আরসিসি কার্যক্রম চলমান রয়েছেঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
শ্রম আইন সংশোধন করে কারখানার নিরাপত্তার স্বার্থে আরসিসি কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ।
রাজধানীর একটি হোটেলে আইএলও এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় এর যৌথ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ট্রেড ইউনিয়নের অনুমোদন দেয়া হয়েছে। রানা প্লাজার দূঘটসার পর ৩ বছরে ৪০০ টেড ইউনিয়নের অনুমোদন দেয়া হয়েছে। আইএলও সাথে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।