কক্সবাজারে ভায়ের হাতে ভাই খুন
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনায় বড় ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে।
মঙ্গলবার উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুরত আলম ওই এলাকার জালাল আহমদের ছেলে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, দুই ভাইয়ের বাক-বিতণ্ডার এক পর্যায়ে আনোয়ার সাদেক বড় ভাই সুরত আলমের পেটে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে সুরত আলমের মৃত্যু হয়। পরে আনোয়ার সাদেককে আটক করে পুলিশ।