ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

আইন নিজস্ব গতিতে চলবে: সাঈদ খোকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কেউ যদি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সহযোগিতা করবো। আইন তার নিজস্ব গতিতে চলবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত কমিটির ১২তম সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘এই অভিযানের মাধ্যমে সারাদেশই পরিচ্ছন্ন হবে। জনপ্রতিনিধিরা এসবে জড়িয়ে যাওয়ার খবর আসছে। আমি মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি যে পর্যায়ের জনপ্রতিনিধি হোক না কেন নির্দেশনা বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা শূন্য ট্রলারেন্স নীতি অবলম্বন করবে।’

সাঈদ খোকন বলেন, ‘কাউন্সিলর এ কে এম মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছিলাম। তিনি করপোরেশনের বোর্ড সভায় নিয়মতি অনুপস্থিত থাকেন। তিনি যাতে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে না পারেন সেজন্য আমরা বিমান বন্দর কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে জানিয়েছি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং সারাদেশের মানুষ তাতে যেভাবে সমর্থন করছে সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি তাকে সমর্থন করছি। দেশবাসীর আশা এই অভিযান একটা সফল পরিণতির মধ্য দিয়ে শেষ হবে।’ 

এসি