ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

হীরারচকে বিদ্যুৎস্পৃষ্টে দুই মৎস্য কর্মচারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার হীরারচক চিংড়ি ঘের বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই মৎস্য ঘের কর্মচারী নিহত হয়েছে। এই দুই কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।
 
নিহতরা হলেন, নুরুল হক(৫৫) ও রাধা পদ(৩৮)। তাদের বাবার নাম ও বাড়ি কোথায় তা কেউ জানাতে পারেননি।তারা দু’জনই সাতক্ষীরার জনৈক আরিফুজ্জামানের হীরারচকের মৎস্য ঘেরের কর্মচারী।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। নিহত একজনের নাম নুরুল হক ও অপর জনের রাধাপদ। এর চেয়ে বেশী কিছু জানা যায়নি।

ওসি বলেন তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ঘেরের বৈদ্যুতিক  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
কেআই/