ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

পাঁচবিবিতে ৩০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় ৩০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার ভুইডোবা এলাকা থেকে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির কয়া বিওপি’র টহল দল এসব ফেন্সিডিল উদ্ধার করে। 

বিজিবি জানায়, মঙ্গলবার ব্যাটালিয়নের কয়া বিওপির টহল কমান্ডার নায়েক শান্তিময় চাকমার নেতৃত্বে বিজিবির টহলদল পাঁচবিবি সীমান্ত মেইন পিলার ২৮২/৪৭ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা মাঠ স্থানে টহলরত থাকাবস্থায় চোরাকারবারীরা কয়েকটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

এ সময় বস্তার ভিতর থেকে ৩০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।যার সিজার মূল্য ১ লাখ ২২ হাজার ৮শ টাকা।
কেআই/