ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাঙকুল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভৈরব উপজেলার তিয়ারের চর গ্রামের লুৎফুর রহমানের ছেলে শিশু টমি (৬), ভৈরবের গজারিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে শিশু ফয়সাল (৮), কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে বারিক মিয়া (৪০) ও অজ্ঞাতনামা আরও একজন।

আর আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কটিয়াদী হাইওয়ে পুলিশের কর্মকর্তা ডি এম জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় অনন্যা সুপারের দুটি বাস গাঙকুল পাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় বলেও জানান তিনি। 

এনএস/