ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৮ ১৪৩২

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার

শহীদ বুদ্ধিজীবী ‍দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শহীদ বুদ্ধিজীবীদের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তারা। পরে ধানমনন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভোরের আলো ফোটার আগেই কুয়াশা কেটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুশল বিনিময় করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে। এরপর এগিয়ে যান শহীদ বেদীর দিকে। ফুল দিয়ে পরপর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিওগলে বেজে ওঠে করুণ সুর। পরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে দলের মুখপাত্র সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন শহীদেরা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের স্মরনে আরো কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন তিনি।