নীলফামারীতে সেতু ঝুকিপূর্ন, হুমকির মুখে যাত্রী আর পন্য পরিবহন
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার
ঝুকিপূর্ন সেতুর কারণে হুমকির মুখে নীলফামারী-ডোমার সড়কের যাত্রী আর পন্য পরিবহন। জোড়াতালি দেয়া সেতুতে যেকোন সময় বড় দুর্ঘটনার আশংকা রয়েছে। পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ সড়কে জরাজীর্ণ এ সেতু দ্রুত পুননির্মাণের তাগিদ স্থানীয়দের।
দুর্ঘটনার আশংকা নিয়েই দিনরাত যানবাহন চলাচল করছে নীলফামারী-ডোমার সড়কের ‘নীলাহাটি সেতু’র উপর দিয়ে। দীর্ঘদিন ধরে ভাঙ্গা সেতুটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে কোনরকম জোড়াতালি দিয়ে।
যদিও, দুর্ঘটনা রোধে সড়কের পাশে সতর্কতামুলক নোটিশ টানিয়ে দিয়েছে সড়ক বিভাগ। তবে রাতের বেলায় সেতুতে ঝুঁকি থাকে বেশি। এরইমধ্যে কয়েকবার রেলিং ভেঙ্গে দুর্ঘটনাও ঘটেছে।
আঞ্চলিক সড়ক হলেও চিলাহাটি বন্দরসহ বেশকিছু এলাকার যাতাযাতের জন্য গুরুত্বপূর্ণ এটি। দুর্ঘটনা এড়াতে ভারী যানবাহন প্রায়ই ঘুরে চলাচল করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুটি পুনঃনির্মাণে প্রকল্পের রিকুইজিশন পাঠানো হয়েছে উর্দ্ধতন দফতরে। বরাদ্দ এলে কাজ শুরু হবে।
জরাজীর্ণ এ সেতু দ্রুত পুনঃনির্মাণ হলে এলাকার অর্থনীতিতে গতি আসবে, আশা স্থানীয়দের।
