ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৮ ১৪৩২

রাজধানীতে এখনও শীতের আমেজ নেই

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার

দেশের কয়েকটি জেলায় হালকা থেকে হালকা শীত অনুভূত হলেও রাজধানীতে এখনও আমেজ নেই বললেই চলে। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে পরপর কয়েকটি নিন্মচাপ ও সাইক্লোন হওয়ায় তীব্রমাত্রার শীত আসছে না। বর্তমানে বঙ্গোপসাগরে ‘ভারদাহ’ নামে আরেকটি ঘুর্ণিঝড় থাকায় ডিসেম্বরের শেষভাগ ছাড়া শীতের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে, শীত জেঁকে না বসায় বিক্রি কম রাজধানীর গরম পোশাকের দোকানগুলোতে। দিনপঞ্জির হিসেবে, অগ্রহায়ন মাস শেষ ভাগে। হিমেল বার্তা দিয়ে হেমন্তের জানান দেয়ার কথা শীত আসছে। কিন্তু, রাজধানীতে এখনো শীত অনুভূত হচ্ছে না। তবে, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় এরমধ্যেই ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। রাজধানীতে ডিসেম্বরের শেষভাগ ছাড়া শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো জানান, জানুয়ারি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে, রাজধানীতে শীত জেঁকে না বসায় গরম পোশাকের দোকানগুলোতে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। তবে, কেউ কেউ কিনছেন আগাম শীতের পোশাক।