ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বাংলাদেশ ব্যাংকই দায়ি বলে দাবী করেছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার

রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকই দায়ি বলে দাবী করেছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা অর্থ চুরির সাথে জড়িত ছিলেন বলে সিআইডির এক কর্মকর্তার বক্তব্যের পরদিন বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে আরসিবিসির এক কর্মকর্তা। ব্যাংকটির আইনজীবী থিয়ে দায়েপ জানান, আরসিবিসি এতদিন যা বলে আসছে বাংলাদেশি তদন্তকারীর কথায় তাই প্রমাণ করে। বাংলাদেশ এর দায়ভার আরসিবিসির ওপর চাপাতে পারে না বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাংলাদেশ ব‌্যাংকের বিরুদ্ধে মামলা করা যায় কি না তা আরসিবিসি খুঁজে দেখবে বলেও জানান তিনি।