গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেয়ার ঘটনা তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশ
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার
গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিকদের বিরোধপূর্ণ জমি উচ্ছেদকে কেন্দ্র করে সাঁওতালদের ঘরে আগুন দেয়ার ঘটনা তদন্তের জন্য, গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরসাথে পুলিশ জড়িত কি না তা খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সাথে উচ্ছেদ ও ভাংচুরের ঘটনায় এজাহার ও জিডিকে মামলা হিসেবে নিয়ে সমান গুরুত্বে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গাইবন্ধার গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিকরা তাদের জমি উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরে সাঁওতালদের সাথে। কিন্তু ঘরে আগুন দেয়ার যে ভিডিও গনমাধ্যমে ছড়িয়ে পরেছে, তাতে দেখা গেছে পাশেই দাড়িয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত পুলিশ সদস্যরা।
এমন ঘটনা কিভাবে ঘটলো এবং কারা এরসাথ জড়িত তা খতিয়ে দেখতে গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে উচ্ছেদের সময় সাঁওতালদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাঁওতালরা যে এজাহার এবং জিডি করেছে তা মামলা হিসেবে নিয়ে সঠিক তদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গেল ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষের সময় লুটপাট হয়। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
