চতুর্থ নাট্য ও সাংস্কৃতিক উৎসবের ৭ম দিনের আয়োজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

চতুর্থ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কিৃতিক উৎসবের ৭ম দিনে মতো বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয়। নাজির ফেরদৌস’র রচনা ও নির্দেশনায় স্পন্দন শিশু নাট্যদল নীলফামারী’র নাটক-আমাদেরও আছে অধিকার, হাবিবুর রহমান সামির পল্লব এর নাট্যরুপ ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল সুনামগঞ্জের নাটক-খ্যাতির বিড়ম্বনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিদ্দিকী হাসানের রুপান্তর ও ইয়াসিন খান এর নির্দেশনায় সুন্দরম হাবিগঞ্জের নাটক-তোতা কাহিনী, শামীমা শওকত লাভলী’র রচনা ও নির্দেশনায় বরিশাল শিশু থিয়েটারের নাটক-ওয়ার কিংডম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সুনিল বিশ্বাসের রুপান্তর ও নির্দেশনায় প্রতীক লিটল থিয়েটার হবিগঞ্জের নাটক-পূজার সাঁজ মঞ্চস্থ হয়।
একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকাল ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজার পরিবেশন করেব আবৃত্তি, একক অভিনয় ও ৭ মার্চের ভাষণ এবং কৃষ্টি হেফাজের নাট্যরুপ ও লিয়াকত আলী লাকী এর নির্দেশনায় পিপলস লিটল থিয়েটার ঢাকা’র নাটক একটি শীতের রাত্রী ও জাহাঙ্গীর আলম জাহান এর রচনায় মানস কর এর নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠী কিশোরগঞ্জের নাটক তদন্ত মঞ্চস্থ হয়।
একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়নে বিকাল ৫টা থেকে শিল্পী মুস্তফা মনোয়ারের রচনা ও নির্দেশনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার ঢাকা পরিবেশন করে ষাঁড় ও কপি, গিট্টু, এম এ মোমেন চৌধুরীর রচনা ও নির্দেশনায় বিদ্যালয় নাট্যদলি (বিনাদ) গাইবান্ধা’র নাটক সবার জন্য এক পৃথিবী, আবু আউয়াল রিজু এর রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল বান্দরবান এর নাটক নারী, সুকুমার রায় এর রচনা ও শিশির দে’র নির্দেশনায় পাতাবাহার সাংস্কৃতিক সংস্থা শেরপুরের নাটক অবাক জলপান, মীর সরোয়ার আলী মুকুল’র রচনা ও রেজানুর রহমানের নির্দেশনায় শিল্প সাহিত্য সংসদ সৈয়দপুর নীলফামারী’র নাটক মটর সাইকেল এক্সিডেন্ট এবং রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় কাব্য বিলাস নাট্যগোষ্ঠী ঢাকা’র নাটক কপাল মঞ্চস্থ হয়।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা থেকে একক সঙ্গীত, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজারের শিশুশিল্পী বৃন্দ।
এছাড়াও একাডেমির জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা জেলা থেকে আগত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন এবং একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে উৎস্বর্গকৃত পুষ্পকানন নির্মাণ এবং একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় প্রতিদিন বিকাল ৪টা থেকে জেলা থেকে আগত শিশুদের নিয়ে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও মঞ্চকুড়ি পদক প্রদান করা হয় ও রাত ৯টায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আগামীকাল উৎসবের ৮ম দিনে বিকাল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে কৃষাণ চন্দ্র’র গল্প অবলম্বনে কাজী তৌফিকুল ইসলাম ইমন এর নাট্যরুপ ও নির্দেশনায় স্কলাস্টিকা স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা’র নাটক গর্ত, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী’র গল্প অবলম্বনে অসীম দাস এর নাট্যরুপে ও ড. সৌরভ শাখাওয়াত এর নির্দেশনায় কিডস কালচারাল ইন্সটিটিউট চট্টগ্রামের নাটক বেচারাম কেনারাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে লিয়াকত আলী লাকী এর নির্দেশনায় পিপলস লিটল থিয়েটার ঢাকা’র নাটক রাজা ও রাজদ্রোহী, এস এম রায়হানুল আলমের রচনা ও নির্দেশনায় সুপ্তো থিতা ঢাকা’র নৃত্যনাট্য, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে জিনাত সানু স্বাগতা’র নির্দেশনায় আনন্দম ঢাকা’র নাটক খ্যাতির বিড়ম্বনা এবং মোঃ মিনারুল ইসলাম জুয়েল এর রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল মাগুড়া’র নাটক অসঙ্গতি মঞ্চস্থ হয়।
একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকাল 5টায় ফেলু মিয়া’র নির্দেশনায় বীণাবাণী পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়া’র ঐতিহ্যবাহী পুতুল নাচ, বিকাল 5.20টা থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, সিলেট, খুলনা, খাগড়াছড়ি, কুষ্টিয়া, মাগুরা, লক্মীপুর, ও মেহেরপুর পরিবেশন করবে আবৃত্তি, একক অভিনয় ও 7ই মার্চের ভাষণ এবং নাহিদ পারভেজ বাবু’র রচনা ও হুমায়ন কবির জুয়েল এর নির্দেশনায় পাঠশালা চিলড্রেন্স থিয়েটার সিলেটের নাটক অমল হলো পিটারম্যান এবং মোঃ মাইনুদ্দীন এর রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল খাগড়াছড়ির নাটক বঙ্গবন্ধুর ছেলেবেলা মঞ্চস্থ হবে।
একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকাল ৫টা থেকে মরিয়াম সারহ এর রচনা ও নির্দেশনায় কারিশমা সাংস্কৃতিক দল ঢাকা’র নৃত্যনাট্য মানচিত্রের জন্য, নিশান সাবের এর রচনা ও নির্দেশনায় অরণি চিলড্রেন্স থিয়েটার মেহেরপুরের নাটক ব্যাথিত রাতের বয়ান, হাসান শাহরিয়ারের রচনায় বিপুল রহমানের নির্দেশনায় ম্যাজিক ইফ থিয়েটার কুষ্টিয়ার নাটক বুদ্ধির ঢেঁকি, তুহিন তালুকদারের রচনা ও নির্দেশনায় খুলনা আর্ট স্কুল থিয়েটারের নাটক সুস্থ দেহ সুস্থ মন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শুভাশীষ দত্ত তন্ময় এর নাট্যরুপ ও নির্দেশনায় রামকৃষ্ণ মিশন স্কুল থিয়েটার ঢাকার নাটক দেবতার গ্রাস, প্রদীপ দেওয়ানজী এর রচনায় রওশন জান্নাত রুশনী’র নির্দেশনায় ইষ্টিকুটুম ঢাকার নাটক বোকা চালাক চালাক বোকা এবং তারেক মোহাম্মদ রিপন এর রচনা ও নির্দেশনায় চিলড্রেন্স থিয়েটার আর্ট একাডেমি ঢাকার নাটকে মেঘে ঢাকা তারা মঞ্চস্থ হয়।
একাডেমি প্রাঙ্গন নন্দনমঞ্চে বিকা ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর, খাগড়া লক্ষীপুর, খাগড়াছড়ি, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, কুষ্টিয়া, সিলেট, মেহেরপুর, খুলনা ও মাগুরা পরিবেশন করবে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সংগীত, অ্যাক্রোবেটিক শো প্রদর্শনী।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধন হলো শিশু কিশোর নাট্য ও বিভিন্ন শাখার শিশু শিল্পীদের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’। সহস্রাধিক শিশুর অংশগ্রহণে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এর আগে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে অতিথিরা বেলুন উড়িয়ে নয় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। একইসাথে শিল্পী মোস্তাফা মনোয়ার রং তুলির আঁচড়ে শিশু চিত্রাঙ্কনের উদ্বোধন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশুদের অংশগ্রহণে বাংলাদেশের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’। ৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৫টি শিশু নাট্য সংগঠনের দশ হাজারেরও বেশি শিশুর অংশগ্রহণে ২০-২৮ সেপ্টেম্বর ২০১৯ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও একাডেমি প্রাঙ্গণসহ প্রতিদিন ৮টি ভেন্যুতে ৯টি জেলার ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
আরকে//