প্রধানমন্ত্রী বলেছেন যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের বিচারের সময় এসেছে
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের বিচারের সময় এসেছে। এ’ দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় এই আহবান জানান তিনি। সব হুমকি মোকাবেলা করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোশকতা করেছে, তাদেরও বিচার হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন শহীন বুদ্ধিজীবীদের সন্তানেরাও। শুরুতেই একাত্তরের ভয়াল স্মৃতি তুলে ধরেন বুদ্ধিজীবীদের সন্তানেরা।
মুক্তির সংগ্রামের স্মৃতিচারণ করেন প্রখ্যাত কলামিস্ট- সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরি।
এরপর প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, রাজাকার আলবদরদের মতো বেঈমানরা না থাকলে একাত্তরে পাকিস্তানী বাহিনী এতো অত্যাচার করতে পারতো না। নিজের দেশের মানুষকে অবিশ্বাস করতে পারেননি বলেই ঘাতকের মুখোমুখি হতে হয়েছিল বঙ্গবন্ধুকেও।
যারা পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেছিল গণহত্যা চালাতে, সেসব যুদ্ধাপরাধীর বিচার অব্যাহত রাখার পাশাপাশি পরবর্তীতে যারা তাদের পৃষ্ঠপোষক ছিল তাদেরও বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
শহীদদের রক্তে গড়া এদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।
শহীদদের রক্তে ক্ষুধামুক্ত উন্নত দেশ গড়ারও প্রত্যয় জানান তিনি।