ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যাবহার বন্ধের ব্যাবস্থা নিতে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার

কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে ন‌্যায়বিচারের প্রতীক দাড়িপাল্লা ব্যাবহার বন্ধের ব্যাবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিকেলে রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত চিঠিটি নির্বাচন কমিশনে পাঠানো হয়। সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্টে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যাবহার বন্ধে নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী এক সময় দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে। ২০০৮ সালের ৪ঠা নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন এরই মধ্যে অবৈধ হয়ে গেছে।