ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

বাগেরহাটে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

বাগেরহাটের চিতলমারীতে কিটনাশক পান করে রিক্তা বেগম (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) রাতে আহত অবস্থায় রিক্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। রিক্তার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রিক্তা বেগম চিতলমারী উপজেলা সদরের সন্তোপুর বটতলা এলাকার সেখ সোহেল রানার স্ত্রী। রিক্তার ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

রিক্তা বেগমের মা লাভলী বেগম বলেন, সোহেল রানা ঢাকায় টিউবওয়েল মিস্ত্রি হিসেবে কাজ করে। সেখানেই তারা থাকতো।সম্প্রতি, রিক্তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমাদের কাছে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। 

ওই টাকা না দেওয়ার তার শাশুড়ি ও পরিবারের লোকেরা রিক্তাকে অত্যাচার ও নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেন রিক্তার মা। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মীর শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে বিষপানে নিহত রিক্তার মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।তবে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 
আই/কেআই