‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

সাতক্ষীরার কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষয়ভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণ।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বিষয় তুলে ধরেন মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে স্কাউট দলের সদস্যরা বাদ্যযন্ত্রের তালে তালে আমন্ত্রিত অতিথি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের একটি দল মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়।এদিকে স্কুলের হলরুমসহ অনান্য শ্রেণীকক্ষে সহায়ক শিক্ষকদের নেতৃত্বে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৮টি দলে বিভক্ত হয়ে উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা আমানুল্যাহ খাঁ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আকছেদ আলী, মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মুক্তিযোদ্ধা ওমর আলী ও মুক্তিযোদ্ধা রমজান আলীর সাথে পৃথক পৃথক প্রশ্নোত্তর পর্ব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন বিষয় জানানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সকল পর্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সিনিয়র শিক্ষক দীপক শেঠ, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি, ফারুক আহম্মেদ, স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য রুহুল আমিন, মাস্টার আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, আ. সবুর, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, শিরিনা আক্তার, শুভংকর মজুমদার, সফিকুল ইসলাম, বিকাশ ঘোষ, বদরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের মাঝে শিক্ষার্থীরা দ্বেশাত্মক বোধক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
এমএস/কেআই