ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

সান্ডারল্যান্ডকে এক গোলে হারালো চেলসি

প্রকাশিত : ১০:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। সান্ডারল্যান্ডের মাঠে ম্যাচের শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। ৪০ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন তারকা মিডফিল্ডার সেস ফাব্রেগাস। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে তাকে সান্ডারল্যান্ড। বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশি চেলসি। এই জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে অবস্থান করছে চেলসি। আর ১১ পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড রয়েছে টেবিলের তলানিতে। ...............