ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

মাগুরার হাট বাজার আর অলিগলি ছেয়ে গেছে লাল সবুজের পতাকায়

প্রকাশিত : ০৯:০২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

বাঙালির জন্যে বিজয়ের এ দিন বিশেষ উৎসবের দিন। দিনটিকে সামনে রেখে প্রতিবছরের মত এবারো বিপনী বিতান ও ভ্রাম্যমান বিক্রেতারা বিক্রি করছে লাল সবুজের পতাকা। মাগুরার হাট বাজার আর অলিগলি ছেয়ে গেছে লাল সবুজের পতাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লম্বা বাঁশে পতাকা সাঁটিয়ে মাগুরার পথে পথে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন মৌসুমি বিক্রেতারা। কখনো শহরের পথ ধরে, কখনো বা অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন তারা। এছাড়াও বিপনীবিতান গুলোতেও বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। একই সাথে ক্রেতাদের কাছে চাহিদা আছে ষ্টিক আর হাতে ও মাথায় লাগানোর ব্যান্ডের পতাকার। বিজয়ের উৎসবকে পূর্ণতা দিতে শিশু থেকে বড় সবাই কিনছে পতাকা। ১০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পতাকা। বিজয়ের এ মাসে পতাকা বিক্রি করে বাড়তি আয় করেন মৌসুমী বিক্রেতারা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের লাল-সবুজের পতাকা।