ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

নদীতে পানি না থাকায় বোরো ইরির আবাদ নিয়ে হতাশায় তিস্তা পাড়ের মানুষ

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

একসময় যে তিস্তা আশপাশের অঞ্চলকে করেছে উর্বর, শুকনো মৌসুমের শুরুতেই সেই তিস্তা আজ এ অঞ্চলের মানুষের হতাশার কারণ। নদীতে পানি না থাকায় বোরো ইরির আবাদ নিয়ে হতাশায় কৃষিজীবী মানুষেরা। আর ভারতের সাথে তিস্তার পানি চুক্তি না হলে এ অঞ্চল দ্রুত মরুকরণের দিকে ধাবিত হবে বলে জানালেন পানি বিশেষজ্ঞ। তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়নের আগে এ অঞ্চল ছিল অনেকটাই মরুভুমির মতো। হতোনা তেমন কোন ফসলের আবাদ। ১৯৯০ সালে প্রকল্প বাস্তবায়নের ফলে ১লাখ ২১হাজার হেক্টর এলাকায় শুরু হয় ফসলের আবাদ। তবে আবারো সে আগের মলিন চেহারাই তিস্তা। শুকনো মৌসুমে শুরুতেই নেই পানি প্রবাহ।  দিন দিন পানি যেনো আরও কমছে। বিরান তিস্তা কেবলই হতাশা  বাড়াচ্ছে এ অঞ্চলের কৃষিজীবী মানুষের মনে। এ অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। এদিকে ভারতের সাথে তিস্তা পানি চুক্তি না হলে ক্রমান্বয়ে পানির স্তর নেমে একসময় এ অঞ্চল মরুকরণের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু তিস্তা সেচ প্রকল্পই নয়, এ অঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে তিস্তা পানি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবী কৃষিজীবী মানুষের।