সারাদেশে বইতে শুরু করছে শৈত প্রবাহ
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
সারাদেশে বইতে শুরু করছে শৈত প্রবাহ। প্রতিদিনই তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা গুলোতে।
ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন থেকে বৃষ্টির মতো ঝড়ছে কূয়াশা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনাজপুর, বগুড়ায় দিনের অর্ধেক সময় পর্যন্ত রাস্তায় যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। হাঁড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছে এসব মানুষ । কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ। খড়খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করলেও এদর জন্যে প্রয়োজন শীতবস্ত্র।