ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় শীর্ষে ভাদিমির পুতিন

প্রকাশিত : ০৯:২৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

putinমার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এ বছরের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এ নিয়ে টানা চারবার শীর্ষ স্থান পেলেন পুতিন। বিশ্বের প্রায় সাড়ে ৭ কোটি জনসংখ্যা মধ্যে এ বছর ৭৪ জন ক্ষমতাধর ব্যক্তির তালিকা প্রকাশ করে প্রভাবশালী এ পত্রিকাটি। ফোর্বসের মতে, নিজের দেশ, সিরিয়া ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সবক্ষেত্রেই যা চেয়েছেন তাই পেয়েছেন পুতিন। পুতিনের পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় স্থানটি দখল করে নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এছাড়া তালিকায় নবম স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১৩ নম্বরে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ১৬তম স্থানে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও ৩২ নম্বরে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।