ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ২ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগামী সপ্তাহে অনাস্থা ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগামী সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসনকে সরিয়ে দিতে এ ভোট হতে পারে।

এর আগে গত শুক্রবার এসএনপি প্রধান নিকোলা স্টারজিওন আগাম নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেই সরকারের প্রধান হিসেবে প্রধান বিরোধী দল লেবার নেতা জেরেমি করবিনকে সমর্থন করবেন বলে ইঙ্গিত দেন।

এসএনপি দলের এক জ্যেষ্ঠ নেতা স্টুয়ার্ট হোসি জানান, ৩১ অক্টোবর চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে অনাস্থা ভোটের পদক্ষেপই একমাত্র পথ।

এদিকে বরিস বলেছেন, সরকার আইন মেনে চলবে এবং যথাসময়েই ব্রেক্সিট হবে।

৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকারবদ্ধ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের ক্ষোভ স্বাভাবিক। তবে ব্রিটেন চুক্তি করেই ইইউ ত্যাগ করবে বলে মনে করেন বরিস। ১৯ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউর কাছে আবেদন করবেন।

সূত্র : বিবিসি

এমএস/