ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

সেরা সংগঠনের পুরস্কার পেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সেরা সংগঠনের পুরস্কার পেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০১৯ পর্যন্ত আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত লি জিমিং। 

সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদূঢ় হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, চীন সরকারের সহযোগিতায় ইতোমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০জন শিশু শিল্পী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়েছেন। এই শিল্পীরা এখন সারাদেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করছেন।

আরকে//