মঙ্গলে প্রাণের অস্তিত ছিল
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
কোটি কোটি বছর আগে মঙ্গলে হ্রদ ছিলো; ছিলো প্রাণের অস্তিত্ব। নাসার মহাকাশ যান কিউরিসিটি’র পাঠানো ছবি দেখে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, মঙ্গলে ভেজা মাটির অস্তিত্ব একসময়ে সেখানে প্রাণের উপস্থিতির কথাই জানান দিচ্ছে।
পৃথিবীর নিকটবর্তী গ্রহ ‘মঙ্গল’ নিয়ে চলছে ব্যাপক গবেষণা। পৃথিবীর মতোই মঙ্গলেও রয়েছে বায়ুমণ্ডল, মরুভূমি এমনকি ঋতু পরিবর্তনও অনেকটা একই ধরণের। আর সেকারণে পৃথিবীর বাইরে বসতি স্থাপনের ক্ষেত্রে মঙ্গলই বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য। এ’নিয়ে চলছে বিস্তর গবেষণা।
২০১২ সালে মঙ্গলে পাঠানো নাসার মহাকাশ যান কিউরিসিটি এরই মধ্যে প্রচুর ছবি পাঠিয়েছে। সম্প্রতি পাঠানো ছবি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা।
মহাকাশ যান কিউরিসিটি মঙ্গলের মাটি খুঁড়ে ভেতরের অবস্থান জানার চেষ্টা করছে। প্রাচীন একটি লেকে গর্ত খুঁড়ে ভেজামাটি থাকার সন্ধান পেয়েছে এই মহাকাশ যান। যেটি দেখে বিজ্ঞানীরা বলছেন, লক্ষ কোটি বছর আগে সেখানে প্রাণের অস্তিত্ব ছিলো।
প্রাণীর বাসযোগ্য হলেই মঙ্গলে যেতে পারবে মানুষ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।