ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

পাহারাদারদের বেঁধে চার স্বর্ণের দোকানে ডাকাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১২:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

রাজধানী ঢাকার অদূরবর্তী দোহারের জয়পাড়া বাজারে পাহারাদারদের বেঁধে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে চারটি স্বর্ণের দোকানে। রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকানগুলো হলো- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন পবিত্র অলংকার নিকেতন, হাজী ইসমাইল হোসেনের হাজী অলংকার বিতান, অখিল পালের শশধর অলংকার নিকেতন ও স্বাধীন অলংকার।

পাহারাদাররা জানান, রাত সোয়া ১টার দিকে এক দল ডাকাত জয়পাড়া বাজারের কয়েকজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। অস্ত্রের মুখে চারটি দোকানে থাকা সিন্ধুক ভেঙে অন্তত ৪০/৪৫ ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করেন ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে তাদের অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। 

পরে মসজিদের মাইকের ঘোষণা শুনে পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে আসলে শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনও এগিয়ে আসে। ডাকাতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

আই/এনএস