ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

রান আউট করতে গিয়ে খুলে গেল প্যান্ট! ভিডিয়ো ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা মেতে রয়েছেন সেখানকার একদিনের ঘরোয়া প্রতিযোগিতা মার্শ কাপ নিয়ে। প্রতিযোগিতা শুরুর পর থেকে সেখানে ঘটছে একাধিক মজার ঘটনা।

তবে গত রবিবার কুইন্সল্যান্ডের সঙ্গে ভিক্টোরিয়ার ম্যাচে যা ঘটেছে তা দেখে হাসিতে ফেটে পড়ছেন নেটিজেনরা।

রবিবারে সেই ম্যাচে ভিক্টোরিয়ার ইনিংসের ২৯তম ওভার। ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সাদারল্যান্ড কভারের দিকে বল মেরে রানের জন্য ছুট লাগান। কুইন্সল্যান্ডের ফিল্ডার মার্নাস ল্যাবুসানে ফিল্ডিং করছিলেন সেখানে। তিনি ঝাঁপ দিয়ে আটকে দেন সেই বল। আর তা আটকাতে গিয়ে খুলে গিয়েছে ল্যাবুসানের প্যান্ট। কিন্তু সে দিকে নজর না দিয়েই তিনি বল ছুঁড়ে দেন উইকেটকিপারের হাতে। হাতে বল পেয়ে ভিক্টোরিয়ার ক্রিশ ট্রেমেনকে আউট করতে ভুল করেননি কুইন্সল্যান্ডের উইকেট রক্ষক।

এই ঘটনার ভিডিয়ো রবিবার রাতে আপলোড করা হয়েছে ‘ক্রিকেটকমএইউ’-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

 

এসি