কলারোয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
“ কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রারা” এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে কলারোয়ায় জাতীয় কণ্যা শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ।
সমগ্র এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার প্রমুখ।
কেআই/
