ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

বিজয় দিবস উপলক্ষে পাড়া মহল্লাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পাড়া মহল্লাগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। রাজপথ সাজানো হয়েছে রং- বেরংয়ের ব্যানার ফেস্টুনে। ছিলো রক্তদান কর্মসূচিও। রাজধানীর পাড়া-মহল্লায় এমন সব আয়োজন বিজয় দিবস উপলক্ষে।ছিলো র‌্যালির আয়োজনও। নানা রঙের ব্যানার ফেস্টুনে সাজানো রাজপথ। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সময় এখনো না হলেও, শিশুরাও জানে তবে বিজয় দিবস সম্পর্কে বয়স্ক অনেকের জানা না থাকলেও শিশুরা জানেন আজ বিজয়ের দিন। মুক্তিযুদ্ধকালীন বিষয় নিয়ে শিশুরা আঁকছে নানা ছবি। শহীদদের স্মরনে বঙ্গবন্ধু শেশ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সংগন আয়োজন করে রক্তদান কর্মসূচি। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বলছেন দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। একটি উন্নত  বাংলাদেশ গড়তে সবার ঐক্য প্রয়োজন বলেও মনে করেন তারা।