লাখো শহীদদের স্মরণ করেছে বিএনপিসহ নানা রাজনৈতিক দল
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
মহান বিজয় দিবসে লাখো শহীদদের স্মরণ করেছে বিএনপিসহ নানা রাজনৈতিক দল। এসময় দলগুলোর নেতারা ৭১এর মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ বাড়ানোর আহ্বান জানান তারা।
অনেক রক্তে কেনা; প্রিয় স্বাধীনতা। তাইতো পরাধীনতার গ্লানিমুক্ত করতে যেসব বীর শহীদ প্রাণ বিলিয়েছেন এই বাংলার জন্যে; তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের এই ঢল।
৭১ এর মুক্তিকামী লড়াকু সূর্য সন্তানদের প্রতি সম্মান জানাতে সকাল ১১টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতারা গণতন্ত্র চর্চায় সরকারকে আন্তরিক হবার আহ্বান জানায়।
এর আগে স্মৃতিসৌধে আসে জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ওয়াকার্স পার্টি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় দলের নেতা বলেন, বাংলাদেশ এখনো শংকামুক্ত হয়নি; জঙ্গী-সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধে রাজনৈতিকগুলোকে এগিয়ে আসতে হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।