ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

কয়েকদিন ধরেই রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়াও পানি বন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক শত পরিবার। পানিতে তলিয়ে গেছে বসত বাড়িসহ, রাস্তা-ঘাট, ফসলি জমি। হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া ১ নং ফেরি ঘাট।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়ছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার নিচে ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।