ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৫তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার বঙ্গভবনের সবুজ চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পদক লাভকারীদের পরিবারের সদস্যরা ছাড়াও স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার সাবেক যোদ্ধারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানরা, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারাসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যোগ দেন শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী ও বিশিষ্ট নাগরিকরাও।