ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

৪৬২ বন্দীর বিনা বিচারে ৫ বছরের বেশী সময় কারাগারে

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার

বিনা বিচারে ৫ বছরের বেশী কারাগারে থাকা ৪৬২ বন্দীর তালিকা পেয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। বন্দীর জীবনবৃত্তান্ত, কারাভিত্তিক পরিসংখ্যান, নারী-পুরুষের সংখ্যা এবং তাদের বিরুদ্ধে অন্য কী কী অভিযোগ আছে তা জানার চেষ্টা চলছে। এই উদ্যোগের ফলে বিনাবিচারে আটক অনেকেরই বন্দীদশার অবসান হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। দরিদ্র, অজ্ঞতা কিংবা আইনজীবী নিযোগ করতে না পারায় বছরের পর বছর যুগের পর যুগ বিনা বিচারে কারাগারে থাছেন অনেকে। ক্ষুন্ন হচ্ছে সাংবিধানিক অধিকার। গত ২৬ জুন গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সেসময় বিনা বিচারে আটক বন্দীদের বিষয়ে তথ্য জানতে চান তিনি। পরে গণমাধ্যমে প্রচারিত ১৬ বছর বিনা বিচারে কারাগারে থাকা নিয়ে একটি প্রতিবেদন আদালতের নজরে আনলে জামিন পান সেই বন্ধী।  এরপর বিনা বিচারে আটকদের বিষয়ে উদ্যোগ নেয় সর্বোচ্চ আদালত। এরই ধারাবাহিকতায় লিগ্যাল এইড অফিস দেশের সব কারাগারে বিনা বিচারে আটক বন্দীদের তালিকা চেয়ে চিঠি পাঠায়। সন্ধান মেলে ৪৬২ জনের। এর আগে বিনা বিচারে কারাগারে থাকা শিপন, চান মিয়া, মকবুল, সেন্টু, বিল্লালের বিষয়ে আদেশ দেন হাইকোর্ট। অপেক্ষায় আছে সুমি, শাহনাজ, রাজিয়া ও রানী। আইনজীবীর বলছেন, সুপ্রিমকোর্টের এমন উদ্যোগে অনেকে আইনগতভাবেই বন্দীদশা থেকে মুক্তি পাবেন।