ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

‘রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি মিয়ানমার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার স্বীকার করেছে, তাদের ফরমে ভুল আছে। এটা সংশোধন করবে। তারা যাচাই-বাছাই করে জাতীয় পরিচয়পত্র দেবে। তারপর পর্যায়ক্রমে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। এটা আমাদের জন্য বড় একটা অর্জন।

প্রত্যাবাসনের কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ কে আব্দুল মোমেন। বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব আমাদের পাশে রয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। যাদের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা এসেছে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে নতুন করে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ অভিযান হিসেবে বর্ণনা করে আসছে। মিয়ানমারের কারণে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।