ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে দেশের উত্তরাঞ্চলে

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৯:৪২ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার

দেশের উত্তরাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। গাইবান্ধায় গত দু’দিন ধরে সকাল ১০টার পরে কিছুটা রোদের দেখা মিললেও কমছেনা শীত। এদিকে, শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল মানুষদের। বেশি ভোগান্তিতে পড়েছে বয়স্ক ও শিশুরা। শহর ও গ্রামের হাট-বাজারে শীত বস্ত্র মিললেও, দাম অনেকের নাগালের বাইরে। স্বল্প আয়ের মানুষ দিনে রোদ অথবা আগুন জ্বালিয়ে শীত নিবারন করছে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।