ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

সুনামগঞ্জে শরু হয়েছে নদীতে বন্দরের কার্যক্রম, গতি বেড়েছে ব্যাবসা-বানিজ্যে

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার

সুনামগঞ্জে সুরমা নদীতে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি বেড়েছে ছাতকে। বেড়েছে কর্মচাঞ্চল্য; কর্মসংস্থান হচ্ছে অনেকের। আর বন্দরের কারণে সরকারও পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নৌপথে যোগাযোগ সহজ হওয়ায় প্রাচীনকাল থেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য খ্যাতি ছিল ছাতকের। তাই সুরমার তীর ঘেঁষে গড়ে ওঠে ছোট বড় অর্ধশতাধিক সিমেন্ট ফ্যাক্টরি, পেপার মিল, ট্রেনের স্লিপার ও ক্রাশার মেশিনসহ অনেক শিল্প প্রতিষ্ঠান। এখান থেকেই সারাদেশে বালি ও চুনা পাথর সরবরাহ করা হয়। নদী ও হাওর বেষ্টিত এলাকা হওয়ায় বন্দরের অভাবে এতদিন পণ্য পরিবহনে নানা দুর্ভোগের শিকার হতেন ব্যবসায়ীরা। তবে সেপ্টেম্বর থেকে নদী বন্দরের কার্যক্রম চালু হওয়ায় আরও গতি বেড়েছে ব্যবসা-বাণিজ্যে। তবে নদী খননসহ বন্দরে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বন্দরে সারা বছর যাতে নির্বিঘেœ নৌযান চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। সম্প্রসারণ হলে বন্দরের রাজস্ব আয়ও আরো বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা।