ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘটের ৫ দিন আজ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘটের পঞ্চম দিন চলছে। কলেজের ইন্টার্ন ডক্টরস হোষ্টেলে হামলা ও সংগঠনের সভাপতি ডাক্তার রাকিবসহ ৫ জনকে আহত করার প্রতিবাদ এবং দায়িদের গ্রেফতারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়। ধর্মঘটের কারণে জরুরি বিভাগসহ কোন বিভাগেই ইন্টার্ন ডাক্তাররা দায়িত্ব পালন করছেন না। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। তবে, অন্যান্য চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক।