ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষ, নিহত ৬ আহত ৭

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। নিহতদের মধ্যে ৫ জন লেগুনা যাত্রী ও অপরজন চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মহাসড়কের ইটাহাটা এলাকায় কোনাবাড়ি থেকে ছেড়ে আসা একটি লেগুনার সাথে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন লেগুনা চালকসহ ৬ জন। আহত হয় ৭ জন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।