হফেনহেইমের সাথে ২-২ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড
প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় হফেনহেইমের সাথে ২-২ গোলে ড্র করলো বরুশিয়া ডর্টমুন্ড।
শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের মাঠে প্রথমেই এগিয়ে যায় হফেনহেইম। ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড মার্ক ইউর্থ। এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ১১ মিনিটে বরুশিয়ার হয়ে গোল করে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার মারিও গোতেজ। ২০ মিনিটে সান্দ্রো ওয়াগনার গোল করলে ২-১ ব্যবধানে আবারো এগিয়ে যায় হফেইনহেইম। ৪৮ মিনিটে ফরোয়ার্ড পিয়ের এমরিক গোল করে ২-২ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।