ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

বাগদাদসহ ৩ শহরে কারফিউ জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৩ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রুপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে দু’দিনে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত আরও চার শতাধিক।

বুধবার দ্বিতীয় দিনের মতো দেশটির রাজধানী বাগদাদে বিক্ষোভে নামে হাজারো মানুষ। বেকারত্ব, কর্মসংস্থানের অভাবসহ নানা অভিযোগ তুলে সরকারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা গ্রিন জোনে সরকারি অফিস ও বিদেশি দূতাবাসের দিকে এগুতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। গ্রিন জোনে বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

এ ঘটনায় রাতেই বাগদাদসহ ৩টি শহরে কারফিউ জারি করে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাধারণ জনগণ ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।